নিয়োগ বিজ্ঞপ্তি
সর্বশেষ সরকারি বিধি মোতাবেক জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০২১ অনুযায়ী শুন্যপদে ( কাঠামোভুক্ত) দমদম মাধ্যমিক বিদ্যালয় (এমপিওভুক্ত), ডাকঘরঃ হেলাতলা, উপজেলাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা এর জন্য প্রধান শিক্ষক (বেতন কোড-০৭) নিয়োগ করা হবে। প্রার্থীকে নুন্যতম স্নাতক/সমমান বিএড সহ সহকারী প্রধান শিক্ষক হিসেবে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫(পনের) দিনের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত উল্লেখ পূর্বক সদ্য তোলা ০৩ কপি পার্সপোট সাইজের রঙিন ছবি সকল সনদ পত্রের সত্যায়িত অনুলিপি, এনআইডি কার্ডের ফটোকপি, প্রথম ও শেষ এমপিও এর ফটোকপি, অভিজ্ঞতা সনদ ও প্রতিষ্ঠান প্রধানের অনাপত্তি সনদ সহ ১৫০০/-(এক হাজার পাঁচশত) টাকার অফেরতযোগ্য পোষ্টাল অর্ডার সহ বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর আবেদন করতে হবে।
সভাপতি
দমদম মাধ্যমিক বিদ্যালয়
কলারোয়া,সাতক্ষীরা
Download